গুডবাই পিঙ্কু হোস্টেল...
::রবিউল করিম::
পিঙ্কু হলে
তিনশ চারে প্রথম এসেছিলাম
পেশীর বলে
ছিটকে পড়ে তিনশ বাইশ গেলাম।
তার পরে ফের
চারশো এক এ ত্যাগের মহিমায়;
বুঝে শুনে ঢের
ফিরেছিনু পরে তিনশ বাইশটায়।
মাস দেড় দুই
তিনশ আটে শেষ প্রফ টার আগে;
এমন বিভূঁই
সয়নি কপালে; আবারও বাইশে যা গে!
আসিল নতুন!
আবাসন ফের ত্যাগের সংকটে;
চিরপুরাতন
তিনশত চার আবারও জুটিল বটে।
৬ টি বছর শেষে
হাজার স্মৃতির আবাস ছেড়ে;
বদল বেলায় এসে
কে যেন আজ দাগিয়ে গেছে বুকটা ফেড়ে ফেড়ে।
দিনের আলোয়
দেখবে সবে, পুঁছবে পাছে ডেকে;
তাই রাতের কালোয়
দিলাম পাড়ি খাঁ খাঁ হৃদয় ঢেকে।
::রবিউল করিম::
পিঙ্কু হলে
তিনশ চারে প্রথম এসেছিলাম
পেশীর বলে
ছিটকে পড়ে তিনশ বাইশ গেলাম।
তার পরে ফের
চারশো এক এ ত্যাগের মহিমায়;
বুঝে শুনে ঢের
ফিরেছিনু পরে তিনশ বাইশটায়।
মাস দেড় দুই
তিনশ আটে শেষ প্রফ টার আগে;
এমন বিভূঁই
সয়নি কপালে; আবারও বাইশে যা গে!
আসিল নতুন!
আবাসন ফের ত্যাগের সংকটে;
চিরপুরাতন
তিনশত চার আবারও জুটিল বটে।
৬ টি বছর শেষে
হাজার স্মৃতির আবাস ছেড়ে;
বদল বেলায় এসে
কে যেন আজ দাগিয়ে গেছে বুকটা ফেড়ে ফেড়ে।
দিনের আলোয়
দেখবে সবে, পুঁছবে পাছে ডেকে;
তাই রাতের কালোয়
দিলাম পাড়ি খাঁ খাঁ হৃদয় ঢেকে।