ডাক্তারণুকাব্য
::রবিউল করিম::
একজন ডাক্তার,
সুখে দুঃখে মানুষের
কাছাকাছি স্থান তাঁর।
ডাক্তার, সে ডাক্তার।
একজন ডাক্তার,
ধ্যানে আর জ্ঞানে থাকে
রোগীদের সেবা যার।
ডাক্তার, ভালো ডাক্তার।
একজন ডাক্তার,
দিনরাত ডিউটিতে
নির্ঘুম রাত পার।
ডাক্তার, নিউ ডাক্তার।
একজন ডাক্তার,
মাসে গড়ে পনের
দিন থাকে খ্যাপ তাঁর।
ডাক্তার, বেকার ডাক্তার।
একজন ডাক্তার,
মাথাটার চুল উঠে
এতবড় টাক তার।
ডাক্তার, বুড়ো ডাক্তার।
একজন ডাক্তার,
ডিগ্রীটা হাতে নিয়ে
প্রমোশন নাই যার।
ডাক্তার, আমডাক্তার।
একজন ডাক্তার,
লেখাপড়া যেন তেন
এক্সামে পাস তার।
ডাক্তার, নেতা ডাক্তার।
একজন ডাক্তার,
দিনরাত হাড়াভাঙ্গা
খেটে ভাতা নাই যার।
ডাক্তার, এইচএমও ডাক্তার।
একজন ডাক্তার,
মেডিকেলে একদিনও
না পড়েও হাঁক তার।
ডাক্তার, ভুয়া ডাক্তার।
একজন ডাক্তার
সারাটি জীবন খেটে
জনসেবা কাজ যার।
ডাক্তার, গুণী ডাক্তার।
একজন ডাক্তার
সারাটি জীবন পড়ে
পাঁচশত ফিস যার।
ডাক্তার, কসাই ডাক্তার।
::রবিউল করিম::
একজন ডাক্তার,
সুখে দুঃখে মানুষের
কাছাকাছি স্থান তাঁর।
ডাক্তার, সে ডাক্তার।
একজন ডাক্তার,
ধ্যানে আর জ্ঞানে থাকে
রোগীদের সেবা যার।
ডাক্তার, ভালো ডাক্তার।
একজন ডাক্তার,
দিনরাত ডিউটিতে
নির্ঘুম রাত পার।
ডাক্তার, নিউ ডাক্তার।
একজন ডাক্তার,
মাসে গড়ে পনের
দিন থাকে খ্যাপ তাঁর।
ডাক্তার, বেকার ডাক্তার।
একজন ডাক্তার,
মাথাটার চুল উঠে
এতবড় টাক তার।
ডাক্তার, বুড়ো ডাক্তার।
একজন ডাক্তার,
ডিগ্রীটা হাতে নিয়ে
প্রমোশন নাই যার।
ডাক্তার, আমডাক্তার।
একজন ডাক্তার,
লেখাপড়া যেন তেন
এক্সামে পাস তার।
ডাক্তার, নেতা ডাক্তার।
একজন ডাক্তার,
দিনরাত হাড়াভাঙ্গা
খেটে ভাতা নাই যার।
ডাক্তার, এইচএমও ডাক্তার।
একজন ডাক্তার,
মেডিকেলে একদিনও
না পড়েও হাঁক তার।
ডাক্তার, ভুয়া ডাক্তার।
একজন ডাক্তার
সারাটি জীবন খেটে
জনসেবা কাজ যার।
ডাক্তার, গুণী ডাক্তার।
একজন ডাক্তার
সারাটি জীবন পড়ে
পাঁচশত ফিস যার।
ডাক্তার, কসাই ডাক্তার।