করণীয়ণুকাব্য

করণীয়ণুকাব্য
::রবিউল করিম::

ক্ষমতার চোর যদি
চুরি করে পুকুরে;
হাঁক ছাড়ো ভয় নেই
চিল্লালে কুকুরে।

সুখে দুঃখে ওরা যদি
কাছে ডাকে দাদারে;
অসি ধরো ভয় নেই;
কোন গড ফাদারে।

সংসদে আল্লাহর
ঠাই যদি নাই হয়;
এ জীবন নিয়ে বাঁচা
এই দেশে আর নয়।

চাতুরীর ছল যদি
করে ওরা ক্যামেরায়;
মাত ডরো মুসলিম
এক হও কালেমায়।

বামে রামে ফের যদি
অবরোধে বাধা হয়।
আগাছা উপড়াতে
আর কোন দেরী নয়।

বাংলার মুসলিম
এক হও এক হও।
তাজা খুন ঢেলে দিয়ে
জান্নাত কিনে লও।

হয় হোক সিংহের
এক দিন জীবনে;
জান গেলে শাহাদাত,
ভয় কেন মরণে?