নির্বাচনের ছড়া


নির্বাচনের ছড়া
:: রবিউল করিম ::

দশক ঘুরে অাসল দেশে
নির্বাচনি অামেজ,
প্রার্থী গণে সুফির বেশে
গড়ছে অাপন ইমেজ।

কেউবা গোলাপ ফুলের মত
পবিত্রতার খনি,
কেউবা ফেরেশতাদের মত
তুলছে জিকির ধ্বনি।

উন্নয়নের সুর তুলেছে
কেউবা গানেগানে
ভোটাধিকারের জোট বেঁধেছে
কেউবা প্রাণপণে।

কেউবা ধানের শীষ কাটিতে
কাস্তে লাঙল হাতে,
কেউবা অাবার নাও ডোবাতে
ভুলছে জাতে পাতে।

অামরা যারা অামজনতা
ভাবছি বসে বসে,
কেন সবাই রাজক্ষমতা
ভোগের হিসেব কষে?

জনসেবা করার লাগি
পাল্লা কেন এতো?
চলত নেতা ভিক্ষে মাগি
লাভ যদি না পেতো!

তোমার অামার ভোট ব্যলটে
লাভটা যখন তার,
ভোটটি দিও তার পকেটে
যে বন্ধু জনতার।

মুচকি হেঁসে সালাম নিও
প্রার্থী এলে ঘরে,
ভোটটি দিবে অাশা দিও
শুধুই মাত্র তারে।

অাপন অপন ভোটটি দিবে
গোপন কক্ষে ঢুকে,
মার্কাটা ভাই গোপন রবে
কেবল তোমার বুকে।

বলছে সবাই সেই হুজুগে
ভোট দিওনা কভু,
বিপুল ভোটের জয় সুযোগে
রাজারা হয় প্রভু।

ধান কাটিয়া নৌকা কিনো,
নৌকা বেচে ধান।
রাজার মুখের লাগাম জেনো
সিটের ব্যবধান।

https://m.facebook.com/story.php?story_fbid=10205348235182207&id=1738347849