হরতালণুকাব্য
::রবিউল করিম::
সরকারিদের যাচ্ছেতাই
বিরোধী কারও রেহাই নাই।
সহিংসতা বাড়ল ভাই
হরতাল ছাড়া গতি নাই।
পান থেকে চুন খসলেই হয়
মিছিল মিটিং আর দেরি নয়!
লাঠি সোঁটা গুলির ভয়
সকাল সাঁঝে হরতাল হয়।
পিকেটারে কেলিয়ে দাঁত,
রিক্সা পেলেও করছে কাত।
বাসচালকের মাথায় হাত,
মিলবে কী আজ পেটের ভাত?
জনগণের জান আর মাল
ভেঙ্গেচুরে হয় বেসামাল।
দুঃখে ভরা বঙ্গ ভাল
রোজ ফি রোজ হরতাল...
চলছে বেজায় হরতাল,
শেয়ার বাজার টালমাটাল।
অর্থনীতির আবুল মাল
হরতালে হন তালবেতাল।
চললে দেশে ইরাম তাল
আজ বুঝবিনা, বুঝবি কাল।
পান্তা ভাতে মিলবে ডাল
দে, ডাক দে হরতাল...
::রবিউল করিম::
সরকারিদের যাচ্ছেতাই
বিরোধী কারও রেহাই নাই।
সহিংসতা বাড়ল ভাই
হরতাল ছাড়া গতি নাই।
পান থেকে চুন খসলেই হয়
মিছিল মিটিং আর দেরি নয়!
লাঠি সোঁটা গুলির ভয়
সকাল সাঁঝে হরতাল হয়।
পিকেটারে কেলিয়ে দাঁত,
রিক্সা পেলেও করছে কাত।
বাসচালকের মাথায় হাত,
মিলবে কী আজ পেটের ভাত?
জনগণের জান আর মাল
ভেঙ্গেচুরে হয় বেসামাল।
দুঃখে ভরা বঙ্গ ভাল
রোজ ফি রোজ হরতাল...
চলছে বেজায় হরতাল,
শেয়ার বাজার টালমাটাল।
অর্থনীতির আবুল মাল
হরতালে হন তালবেতাল।
চললে দেশে ইরাম তাল
আজ বুঝবিনা, বুঝবি কাল।
পান্তা ভাতে মিলবে ডাল
দে, ডাক দে হরতাল...