রাপচার্ড ইউটেরাস
::রবিউল করিম::
কপালের ভাঁজ পড়িল যে আজ
সিনিয়রদের মুখে।
চাঁদের আলো যেন ঢেকে গেল
কী জানি বেজায় দুখে।
এসেছে রোগী যেন অভাগী
বেঁচে আছে কোন মতে।
হাতুড়ের মতি করিয়াছে ক্ষতি
সুঁই ফুটিয়েছে গা তে।
প্রসবের ব্যাথা ওঠে নাই যথা
অক্সিটোসিন কভু নয়!
ফুল ডাইলেট হলে ঝটপট
ড্রিপের কথাটি ভাবা হয়।
কিন্তু কোয়াক ডাক্তার এক
অভাগীরে দিল উহা;
ফ্যাকাসে রোগী ভুক্তভোগী
দুচোখে আঁধার গুহা।
তাহার উদরে হাত রেখে ধীরে
ম্যাডাম চমকে কয়;
জরায়ুর দশা একী বেদিশা
রাপচার মনে হয়!
ত্বরা করে তারে নিয়ে ওটি ঘরে
টেবিলে করিয়া কাত;
রক্তের লাগি রহিল বিবাগী
ডাক্তার সারা রাত।
অবশেষে লহু আসিল সে বহু
তদবির করে করে;
বড় ডাক্তারে কাটিল তাহারে
আমি রই সুতা ধরে...
পেটের ভিতরে দেখি আহারে
যেন রক্তের বান।
জরায়ুর দফা হইয়াছে রফা
মরেছে বিধির দান।
খেটেখুটে ঢের সারা হল ফের
সেই সে বাচ্চাদানি;
অভাগী আবার ঘুরালো তাহার
ভাগ্যের চাকাখানি।
আবারও হয়তো এবারের মতো
বিপদে পড়িয়া শেষে;
সাথে গৃহস্ত হবে দ্বারস্থ
হাসপাতালে এসে ...
::রবিউল করিম::
কপালের ভাঁজ পড়িল যে আজ
সিনিয়রদের মুখে।
চাঁদের আলো যেন ঢেকে গেল
কী জানি বেজায় দুখে।
এসেছে রোগী যেন অভাগী
বেঁচে আছে কোন মতে।
হাতুড়ের মতি করিয়াছে ক্ষতি
সুঁই ফুটিয়েছে গা তে।
প্রসবের ব্যাথা ওঠে নাই যথা
অক্সিটোসিন কভু নয়!
ফুল ডাইলেট হলে ঝটপট
ড্রিপের কথাটি ভাবা হয়।
কিন্তু কোয়াক ডাক্তার এক
অভাগীরে দিল উহা;
ফ্যাকাসে রোগী ভুক্তভোগী
দুচোখে আঁধার গুহা।
তাহার উদরে হাত রেখে ধীরে
ম্যাডাম চমকে কয়;
জরায়ুর দশা একী বেদিশা
রাপচার মনে হয়!
ত্বরা করে তারে নিয়ে ওটি ঘরে
টেবিলে করিয়া কাত;
রক্তের লাগি রহিল বিবাগী
ডাক্তার সারা রাত।
অবশেষে লহু আসিল সে বহু
তদবির করে করে;
বড় ডাক্তারে কাটিল তাহারে
আমি রই সুতা ধরে...
পেটের ভিতরে দেখি আহারে
যেন রক্তের বান।
জরায়ুর দফা হইয়াছে রফা
মরেছে বিধির দান।
খেটেখুটে ঢের সারা হল ফের
সেই সে বাচ্চাদানি;
অভাগী আবার ঘুরালো তাহার
ভাগ্যের চাকাখানি।
আবারও হয়তো এবারের মতো
বিপদে পড়িয়া শেষে;
সাথে গৃহস্ত হবে দ্বারস্থ
হাসপাতালে এসে ...