কর্ড প্রোল্যাপ্স
রবিউল করিম
ডিউটি সেদিন বিকেলের পালা
রোগী সামলানো ভার।
এরই মাঝে এক গর্ভবতীর
কর্ড নাকি হল বার।
চকিতে উঠিয়া গেনু দৌড়িয়া
ঘটনার মূল দেখিতে।
হাত দিয়া দেখি আর নাই বাকি
কর্ডটি মাথায় ঠেকিতে।
কর্ড বাহিরে, চিকিৎসা যে কী
ভুলিয়া গিয়াছি হায়!
কে যেন বলিল কর্ডটি ভরিয়া
প্যাক দিয়া দেওয়া যায়।
অমনি করিয়া দিলাম রাখিয়া,
কখন আসিবে বড় কেউ
ভাবিতেছি, কানে লাগিতেছে
রোগীর কান্না রোলের ঢেউ।
মিনিট দশেক বাদে সে যে এক
সিনিয়র এসে ভাই,
কী করিবে আর, টেনশন তার
বাড়িয়া চলিল তাই।
ফোনালাপ সেরে ডিসিশন করে
বলিল আমারে, আরে!
কী করো? রোগীরে রেডি করো ধরে
সিজার করিব তারে।
কর্ডে পালস নাহি, মন ত্রাহি ত্রাহি
গর্ভবাসীর প্রাণ
আছে কীনা ভাই, বুঝিতে না পাই
বাঁচে কি বিধির দান।
পেট কেটেকুটে বহু খেটেখুটে
বাহির করিনু রবি!
যেন সে যে চাঁদ, হরিষে বিষাদ
প্রাণ ছাড়া আছে সবি।
রবিউল করিম
ডিউটি সেদিন বিকেলের পালা
রোগী সামলানো ভার।
এরই মাঝে এক গর্ভবতীর
কর্ড নাকি হল বার।
চকিতে উঠিয়া গেনু দৌড়িয়া
ঘটনার মূল দেখিতে।
হাত দিয়া দেখি আর নাই বাকি
কর্ডটি মাথায় ঠেকিতে।
কর্ড বাহিরে, চিকিৎসা যে কী
ভুলিয়া গিয়াছি হায়!
কে যেন বলিল কর্ডটি ভরিয়া
প্যাক দিয়া দেওয়া যায়।
অমনি করিয়া দিলাম রাখিয়া,
কখন আসিবে বড় কেউ
ভাবিতেছি, কানে লাগিতেছে
রোগীর কান্না রোলের ঢেউ।
মিনিট দশেক বাদে সে যে এক
সিনিয়র এসে ভাই,
কী করিবে আর, টেনশন তার
বাড়িয়া চলিল তাই।
ফোনালাপ সেরে ডিসিশন করে
বলিল আমারে, আরে!
কী করো? রোগীরে রেডি করো ধরে
সিজার করিব তারে।
কর্ডে পালস নাহি, মন ত্রাহি ত্রাহি
গর্ভবাসীর প্রাণ
আছে কীনা ভাই, বুঝিতে না পাই
বাঁচে কি বিধির দান।
পেট কেটেকুটে বহু খেটেখুটে
বাহির করিনু রবি!
যেন সে যে চাঁদ, হরিষে বিষাদ
প্রাণ ছাড়া আছে সবি।