প্যাঁচালণুকাব্য
::রবিউল করিম::
মখা মিয়াঁ ওষুধ খাও,
গদি ছাইড়া পাবনা যাও।
মান বাঁচাতে যদি চাও
বোতল খাওয়া ছাইড়া দাও...
মেনন তোমার হইল কী?
পান্তাভাতে ঢালছো ঘি;
যুদ্ধাপরাধ লাইক নাকি
সাভার ট্রাজিডি !!!
BGMEর সভাপতি
আতিক জ্ঞানে শূন্য।
ভবন ধসের খবরে নাকি
দেশের ইমেজ ক্ষুণ্ণ?
এতই যদি দেশের জন্য
মায়া কাঁদাকাদি,
আগেই কেন খোঁজ নিলে না
ভেংগে পড়ে যদি?
::রবিউল করিম::
মখা মিয়াঁ ওষুধ খাও,
গদি ছাইড়া পাবনা যাও।
মান বাঁচাতে যদি চাও
বোতল খাওয়া ছাইড়া দাও...
মেনন তোমার হইল কী?
পান্তাভাতে ঢালছো ঘি;
যুদ্ধাপরাধ লাইক নাকি
সাভার ট্রাজিডি !!!
BGMEর সভাপতি
আতিক জ্ঞানে শূন্য।
ভবন ধসের খবরে নাকি
দেশের ইমেজ ক্ষুণ্ণ?
এতই যদি দেশের জন্য
মায়া কাঁদাকাদি,
আগেই কেন খোঁজ নিলে না
ভেংগে পড়ে যদি?