আশরাফুলণুকাব্য
::রবিউল করিম::
একটা সময়,
ছিল দেশময়
আশার মূল;
আশরাফুল।
মাঝে কিছুদিন
ব্যাটে রানহীন,
খেলছিল ভুল;
আশরাফুল।
ব্যাটের শানে
ফিরল রানে,
বাঁচল কূল;
আশরাফুল।
আবারও শেষে
কুটিকুটি হেঁসে
আশার ফুল;
আশরাফুল।
::রবিউল করিম::
একটা সময়,
ছিল দেশময়
আশার মূল;
আশরাফুল।
মাঝে কিছুদিন
ব্যাটে রানহীন,
খেলছিল ভুল;
আশরাফুল।
ব্যাটের শানে
ফিরল রানে,
বাঁচল কূল;
আশরাফুল।
আবারও শেষে
কুটিকুটি হেঁসে
আশার ফুল;
আশরাফুল।