ফরসেপস ডেলিভারী
::রবিউল করিম::
বড় আশা করে তিন মেয়ে পরে
দেখিতে বেটার মুখ,
অনেক বয়সে ঝুঁকি নিল শেষে
ঘোঁচাতে কপাল দুঃখ।
এছাড়াও দুটি বাছা গুটি গুটি
ছ'মাসের পরে আর
থাকে নাই পেটে, চোখ দুটো ফেটে
অশ্রু গড়েছে তার।
ছয় নম্বরে এসে দম ধরে
চাপ দিয়ে দিয়ে হায়!
ঘেমে নেয়ে যায় অশ্রু গড়ায়
অধরের কোণাটায়।
অবশেষে এক ঘণ্টা খানেক
বাদে এসে সিনিয়র,
ফরসেপস হাতে নিয়ে সাথে সাথে
বলিলেন ওঁকে ধর।
মাথাখানি ধরে জোরাজুরি করে
টানাটানি হল যত;
ব্যাথার চোটে চারিদিকে ছোটে
কান্নার ঢেউ তত।
ধমকের সুরে বলা হল তারে
কেঁদেকেটে কেন মরো ?
নবজাতকের ক্ষতি হবে ফের
নড়াচড়া যদি করো।
অনেক কোশেশ করে শেষমেষ
বাহিরে আসিল মাথা।
পৃথিবীর আলো যেন সে দেখিল
কমিল মায়ের ব্যাথা।
কাঁদিল না সে তো তদবির কত
করা হল তারে নিয়ে;
রঙিন স্বপন বাদে ক্ষণেক্ষণ
ফিঁকে হয়ে থাকে জিয়ে।
সেদিনের কথা কেমনে যে ব্যথা
ভুলিব আপন মনে?
হৃদয়ের ক্ষত জ্বলে অবিরত,
বাঁচে নারে বুঝি ধনে !
::রবিউল করিম::
বড় আশা করে তিন মেয়ে পরে
দেখিতে বেটার মুখ,
অনেক বয়সে ঝুঁকি নিল শেষে
ঘোঁচাতে কপাল দুঃখ।
এছাড়াও দুটি বাছা গুটি গুটি
ছ'মাসের পরে আর
থাকে নাই পেটে, চোখ দুটো ফেটে
অশ্রু গড়েছে তার।
ছয় নম্বরে এসে দম ধরে
চাপ দিয়ে দিয়ে হায়!
ঘেমে নেয়ে যায় অশ্রু গড়ায়
অধরের কোণাটায়।
অবশেষে এক ঘণ্টা খানেক
বাদে এসে সিনিয়র,
ফরসেপস হাতে নিয়ে সাথে সাথে
বলিলেন ওঁকে ধর।
মাথাখানি ধরে জোরাজুরি করে
টানাটানি হল যত;
ব্যাথার চোটে চারিদিকে ছোটে
কান্নার ঢেউ তত।
ধমকের সুরে বলা হল তারে
কেঁদেকেটে কেন মরো ?
নবজাতকের ক্ষতি হবে ফের
নড়াচড়া যদি করো।
অনেক কোশেশ করে শেষমেষ
বাহিরে আসিল মাথা।
পৃথিবীর আলো যেন সে দেখিল
কমিল মায়ের ব্যাথা।
কাঁদিল না সে তো তদবির কত
করা হল তারে নিয়ে;
রঙিন স্বপন বাদে ক্ষণেক্ষণ
ফিঁকে হয়ে থাকে জিয়ে।
সেদিনের কথা কেমনে যে ব্যথা
ভুলিব আপন মনে?
হৃদয়ের ক্ষত জ্বলে অবিরত,
বাঁচে নারে বুঝি ধনে !