সাভারণুকাব্য

সাভারণুকাব্য
::রবিউল করিম::

লাভের খাতে লোভের ভবন
মৃত্যুকূপে আঁকা।
শোকের মাতম; সুখের ভূবন
মরণ মেলায় ঢাকা।

যাদের ঘামের বদৌলতে 
চলছে দেশের চাকা।
লাশের মিছিল গুনছি তাঁদের
শুনছি বুলি ফাঁকা।

হ্যান করেগা ত্যান করেগা,
সবাই পাবে টাকা।
কদিন বাদে ভুললে সবাই
পড়বে সবই ঢাকা।

কদিন বাদেই উঠবে দালান,
বাড়বে রানার টাকা।
গরীবগুড়া গ্রামের মানুষ
আসবে আবার ঢাকা।

সুতার টানে উড়বে আবার
ডলার, রিয়াল, টাকা।
আগুন, ধসে মরবে শ্রমিক
চলবে জীবন চাকা...