মিথ্যাণুকাব্য

মিথ্যাণুকাব্য
::রবিউল করিম::

তুমি মহারাণী,
কচলাও বাণী,
মিডিয়া সে গু চাটবেই।
নাহয় কুকুর
তোমার ঘুঘুর
তালা মারা ফাঁদ দেখাবেই।

তোমার পাপে
ছাড়েনিকো বাপে
রহেনি গোপন কিছু তার।
কপালে সিঁদুর
কালো পটি পূর
ধর্ম ব্যবসা কত আর?

সংসদে তুমি
মনের ভূমি
বর্গা দিয়েছ শাহবাগে।
টাকাকড়ি,ফের
বিরিয়ানি ঢের
জনতা জাগার আগে।

মিডিয়ার বাম
ঝরিয়েছে ঘাম
তাহার প্রচার প্রসারে।
জনতার মন
বুঝেছে এখন
কে ছিল তাহার দোসরে।

তোমার গুলি
ছিদিল খুলি
৫মে কত যে আলেমের।
আবারও মিছের
জাল বুনে ফের
বিজয় আনিলে জালেমের।

পাকিলেও চুল
বোঝনিকো ভুল
জিন্দেগী আর ক'দিনের?
মরণ সবার
কাড়িবে আবার
সুখের স্বপন সু দিনের।