ভুলণুকাব্য

ভুলণুকাব্য
::রবিউল করিম::

ভুলের তলে আটকে গিয়ে সমাজ জীবন তরী
বাঁধার বাঁধন ঘাটে ঘাটে একূল ওকূল ভরি ।
ভুল ঢাকিতেই নতুন ভুলের ভুবন দিলাম খুলি,
জনে জনে দেখল- সে লাজ কী করে আজ ভুলি।

ভুল বুঝে আজ ভুলের উপর ভুল সাজিয়ে হায়
বিদ্যে বোঝাই হলেও ভুলের পরশ থেকেই যায়।
আপন ভুলের স্বীকার যে জন নিজের মুখেই করে,
লোকলজ্জা পেলেও মনে শান্তি মেলে পরে।

দেখবে যে জন নিজের চোখে নিজের ভুলের বাহার
শুধরিবে সে, বনবে জ্ঞানী, সাধন হবে তাহার।
আজকে যারা অন্য ভাইয়ের ভুলের পিছে লাগে
রোজ হাশরে আগুন তাহার মিলবে আগেভাগে।

পরের ভুলের পিছে তুমি মিছেই কেন পড়ো ?
মরার আগেই নিজের ভুলের হিসেব কষে মরো।
দিন থাকিতে দ্বীনের রশি ধরলে জীবন খানায়
দুঃখ সুখের মাঝেও মেলে শান্তি কানায় কানায়।