মাছের ডিম

মাছের ডিম
::রবিউল করিম::

আজ হতে এই বেশিদিন নয়
দশক চারেক আগে,
জিনিসপাতির দাম ছিল যা
শুনে বিস্ময় জাগে।

আট আনায় হতো কামলা রাজী
সারাটি দিনের মনে,
আরো পেত নুন,পেয়াজ,মরিচ
পান্তা ভাতের সনে।

ঘরে ফিরে যদি মেলে নাই মাছ
গরম ভাতের পাতে,
অমনি ছুটিত বিলের পানে
খুঁড়ে জাল নিয়ে হাতে।

একটু খানিক খাটুনি দিলেই
মিনিট দশেক পরে,
পুঁটি,ভ্যাদা আর নন্দই মাছে
খালই আসিত ভরে।

ইলিশ মাছের হালি ছিল মোটে
পোণে দুই থেকে দুই,
একটি টাকায় মিলিত বেজায়
বড় দুইখানি রুই।

সারাটি পাড়ায় জানান দিত সে
ইলিশ মাছের ঘ্রাণ,
এতখানি বড় চাকা দেখে পরে
জুড়াত সবার প্রাণ।

খাবার টেবিলে বসে বসে আজ
সেদিনের কথা ভাবি!
কেউ কেউ বসে করে এক বাটি
মাছের ডিমের দাবি।

এক এক গ্রাসে শেষ হয়ে যায়
লক্ষ মাছের প্রাণ!
আবেদন করি সকলের কাছে,
ভেবে খান! ভেবে খান!