আঁতুড় ঘর
::রবিউল করিম::
বারোটি ঋতুর জীবনে আঁতুড়
ঘরে প্রসূতিরা আসে;
সোয়া নয় মাস ক্লেশে করে বাস
কেহ কাঁদে, কেহ হাসে।
প্রাণের যাদুরে বহিয়া উদরে
রুধীরে বাঁধিয়া রাখি,
আহা গোবেচারী দুঃখ সাঁতারি
বাঁধিল সুখের রাখী।
হাঁসিল ভূবন শুভ দিনক্ষণ
কাঁদিল যাদুটি যবে,
খুশী পরিজন, পর কী আপন;
বরিল সকলি ভবে।
প্রতিদিন যত শিশু আসে শত
হাজার লক্ষ প্রাণ...
আঁতুড় ঘরেই শুরু হয় সেই
জীবনের জয়গান...
::রবিউল করিম::
বারোটি ঋতুর জীবনে আঁতুড়
ঘরে প্রসূতিরা আসে;
সোয়া নয় মাস ক্লেশে করে বাস
কেহ কাঁদে, কেহ হাসে।
প্রাণের যাদুরে বহিয়া উদরে
রুধীরে বাঁধিয়া রাখি,
আহা গোবেচারী দুঃখ সাঁতারি
বাঁধিল সুখের রাখী।
হাঁসিল ভূবন শুভ দিনক্ষণ
কাঁদিল যাদুটি যবে,
খুশী পরিজন, পর কী আপন;
বরিল সকলি ভবে।
প্রতিদিন যত শিশু আসে শত
হাজার লক্ষ প্রাণ...
আঁতুড় ঘরেই শুরু হয় সেই
জীবনের জয়গান...