সরকারি ওটি

সরকারি ওটি
::রবিউল করিম::

আমাদের ওটি এত পরিপাটি !
মাছি উড়ে আসে আগে;
ম্যাগটের ভয়ে হাততালি দিয়ে
সে মাছি তাড়ানো লাগে।

দুঃখ ভীষণ, চলে বিভীষণ
যুদ্ধ, নিডল হোল্ডারে
ধার নেই, সুতা ছেড়ে দেয়,
আর্টারি তাই নট করে।

ওটির এসি রোগে থাকে বেশী
বাতাসে বেজায় গরম।
ফ্যানের হাওয়ায় চুল উড়ে হায়
ক্ষতে পড়ে, পাই শরম।

এতকিছু পরে ওটির ঘরে
হররোজ হয় অপারেশান।
ইনফেকশন হলেও ক'জন,
বাকি সব সেরে ফেরত যান।