বামণুকাব্য ২
::রবিউল করিম::
দেখিবে সুদূর থাকে যদি দূর
দৃষ্টি তোমার নয়নে,
ললাটে সিঁদুর মাখিয়াছে পুর
বামে 'ধর্মের চয়নে'...
ছলাকলা ভরা বাণী মুখে ওরা
সন্দেহ পোঁতে মননে।
কাপড় পরা নগ্ন যে তারা
আগ্রহ বেশী জননে...
কৃষ্টিকলার ভান করিবার
লাগিয়া তাহারা পরনে,
বেজায় সুতির ভারতী ধুতির
গিট্টু, বোশেখ বরণে...
ভিতরে বাহির করেছে জাহির
মানবতাবাদী ধরমে।
মিডিয়াবাজীর খোলস হাজির
অশ্লীলতার চরমে।
সংখ্যাগুরু মুসলিম দুরু
দুরু কাপে বাম জরাতে।
গুটিকতকের বিপরীতে ঢের
মরে ঐক্যের খরাতে।
::রবিউল করিম::
দেখিবে সুদূর থাকে যদি দূর
দৃষ্টি তোমার নয়নে,
ললাটে সিঁদুর মাখিয়াছে পুর
বামে 'ধর্মের চয়নে'...
ছলাকলা ভরা বাণী মুখে ওরা
সন্দেহ পোঁতে মননে।
কাপড় পরা নগ্ন যে তারা
আগ্রহ বেশী জননে...
কৃষ্টিকলার ভান করিবার
লাগিয়া তাহারা পরনে,
বেজায় সুতির ভারতী ধুতির
গিট্টু, বোশেখ বরণে...
ভিতরে বাহির করেছে জাহির
মানবতাবাদী ধরমে।
মিডিয়াবাজীর খোলস হাজির
অশ্লীলতার চরমে।
সংখ্যাগুরু মুসলিম দুরু
দুরু কাপে বাম জরাতে।
গুটিকতকের বিপরীতে ঢের
মরে ঐক্যের খরাতে।