সেমিনারে অণুকাব্য

সেমিনারে অণুকাব্য
::রবিউল করিম::

সেমিনারে গিয়ে মনোযোগ দিয়ে
লেকচার শুনে পরে।
ঘোষক ডাকিল সময় আসিল
অণুকাব্যের তরে।

লেখা সেতো সোজা, বলা ভারি বোঝা
মজলিস ভরা মানুষে।
গলা টলা কাঁপে, গরম ভাপে
কান ছাড়ে ধোঁয়া বাতাসে।

আমি যে অধম বুকে নাই দম
আবৃতি করা ভার।
কোনমতে পড়ি ! হেঁসে গড়াগড়ি !
ভয় নাই যেন আর!

যুঝে শেষমেশ পড়া হল শেষ
বাঁচিলাম হাঁফ ছাড়ি !
সাত সমুদ্র ভাষা দরিদ্র
আমি দিনু যেন পাড়ি...

নান কিং দরবার হলে স্কয়ার এর সায়েন্টিফিক সেমিনার
২০.০৬.২০১৩