আঁধারে আলো
::রবিউল করিম::
চারিদিকে শুধু শুনি খাই খাই কেহ নাহি কারে সাধে
কত লাখ কোটি ক্ষুধার জ্বালায় উদরে পাথর বাঁধে।
কত কংকালসার শিশুর বুকের খাঁচায় সাক্ষী দেয়
গরীবের হক মারিয়া জালিম স্বর্গের স্বাদ নেয়।
এভারেস্ট সম টাকার পাহাড় গড়িয়া সুখের ঘোরে
বৃথা অপচয় মিছে টাকা ক্ষয় করিছে ধনের জোরে।
খেয়ে না খেয়ে ভিখেরি কত ধুঁকে ধুঁকে মরে হায়
এসব দেখিয়া কারই বা হৃদয় খানিক কাঁপিয়া যায়?
এত জুলুমের শিকড় কাটিতে আসিল ধরার বুকে
ইসলাম রবি সাম্যের ছবি আঁকিল বিভেদ চুকে।
জন্মিল শত আবুবকর আর উমর, গনি, আলী
অন্যরে সুখে রাখিতে লাগালো নিজের জামায় তালি।
রাতের আঁধারে খুঁজিত দুঃখীর কান্নাকাটির হেতু
দুঃখ ঘোঁচায়ে অভাব সায়রে গড়িত সুখের সেতু।
আবারও সেসব দেবদূত কবে আসিবে মানুষ রূপে
চিরদুঃখীজন দেখিবে তখন আলো আঁধারের কূপে।
এমন সময় আসিবে সেদিন মজলুমানের হাত
জালিমের হাত চাপিয়া ধরিবে, বাঁচিবে গরীব জাত।
::রবিউল করিম::
চারিদিকে শুধু শুনি খাই খাই কেহ নাহি কারে সাধে
কত লাখ কোটি ক্ষুধার জ্বালায় উদরে পাথর বাঁধে।
কত কংকালসার শিশুর বুকের খাঁচায় সাক্ষী দেয়
গরীবের হক মারিয়া জালিম স্বর্গের স্বাদ নেয়।
এভারেস্ট সম টাকার পাহাড় গড়িয়া সুখের ঘোরে
বৃথা অপচয় মিছে টাকা ক্ষয় করিছে ধনের জোরে।
খেয়ে না খেয়ে ভিখেরি কত ধুঁকে ধুঁকে মরে হায়
এসব দেখিয়া কারই বা হৃদয় খানিক কাঁপিয়া যায়?
এত জুলুমের শিকড় কাটিতে আসিল ধরার বুকে
ইসলাম রবি সাম্যের ছবি আঁকিল বিভেদ চুকে।
জন্মিল শত আবুবকর আর উমর, গনি, আলী
অন্যরে সুখে রাখিতে লাগালো নিজের জামায় তালি।
রাতের আঁধারে খুঁজিত দুঃখীর কান্নাকাটির হেতু
দুঃখ ঘোঁচায়ে অভাব সায়রে গড়িত সুখের সেতু।
আবারও সেসব দেবদূত কবে আসিবে মানুষ রূপে
চিরদুঃখীজন দেখিবে তখন আলো আঁধারের কূপে।
এমন সময় আসিবে সেদিন মজলুমানের হাত
জালিমের হাত চাপিয়া ধরিবে, বাঁচিবে গরীব জাত।