জীবন যুদ্ধ: ডাক্তার
::রবিউল করিম::
আজকের দিন যেন অমলিন
হৃদয়ের মণিকোঠায়।
আশার ভেলা- হার জিৎ খেলা;
জীবনের হতাশায়!
জান প্রাণ খেটে ছ'বছরে মোটে
এমবিবিএস পাশ।
ছোট ডাক্তার! ওরে কত আর?
বাড়িছে দীর্ঘশ্বাস।
ইন্টার্নশিপ শেষ হলে বেশ
বেজায় বেকার জীবন।
এফসিপিএস বিসিএস
ছাড়া বড় হয়েছিল ক'জন?
পেটের দায়ে গতরে গায়ে
খাটিতে হইবে খ্যাপে,
পাঠাগারে বসে পড়া লাগে কষে
এরই মাঝে গ্যাপে গ্যাপে।
তবে যদি হয় পাশ দুর্জয়
পার্ট ওয়ান কোনমতে।
চার বছরের ট্রেনিংয়ের ফের
বাঁশেরকেল্লা ফতে।
দ্বার দ্বার ঘুরে হাতে পায়ে ধরে
ট্রেনিংয়ের পোস্ট পেয়ে;
ডাক্তার সাবে ভাবে ও অভাবে
বাঁচিল খেয়ে না খেয়ে।
দেখো! রোগী সাধে, ঘরে বউ কাঁদে
সময়ের বড় আকাল।
তাহার উপরে পড়িবার তরে
পাঠাগারে কাটে বিকাল।
বছরের পর ঘুরিছে বছর
পড়িয়া চলিছে হায়,
ফেলের উপর ফেলের বহর
পাশ নাহি আর পায়।
অবশেষে পাশ তবু গলে ফাঁস
প্রমোশন কবে হয়?
সিনিয়রিটি নাই তবু ঘুঁটি
চালাচালি করে কতিপয়।
শেষমেশ যবে পাকা চুল হবে
পদোন্নতি হবে তার;
রোগী দেখে পাকা পাঁচ শত টাকা
চাইলে কসাই ডাক্তার।
Come again...Get more...Like অণুকাব্য
::রবিউল করিম::
আজকের দিন যেন অমলিন
হৃদয়ের মণিকোঠায়।
আশার ভেলা- হার জিৎ খেলা;
জীবনের হতাশায়!
জান প্রাণ খেটে ছ'বছরে মোটে
এমবিবিএস পাশ।
ছোট ডাক্তার! ওরে কত আর?
বাড়িছে দীর্ঘশ্বাস।
ইন্টার্নশিপ শেষ হলে বেশ
বেজায় বেকার জীবন।
এফসিপিএস বিসিএস
ছাড়া বড় হয়েছিল ক'জন?
পেটের দায়ে গতরে গায়ে
খাটিতে হইবে খ্যাপে,
পাঠাগারে বসে পড়া লাগে কষে
এরই মাঝে গ্যাপে গ্যাপে।
তবে যদি হয় পাশ দুর্জয়
পার্ট ওয়ান কোনমতে।
চার বছরের ট্রেনিংয়ের ফের
বাঁশেরকেল্লা ফতে।
দ্বার দ্বার ঘুরে হাতে পায়ে ধরে
ট্রেনিংয়ের পোস্ট পেয়ে;
ডাক্তার সাবে ভাবে ও অভাবে
বাঁচিল খেয়ে না খেয়ে।
দেখো! রোগী সাধে, ঘরে বউ কাঁদে
সময়ের বড় আকাল।
তাহার উপরে পড়িবার তরে
পাঠাগারে কাটে বিকাল।
বছরের পর ঘুরিছে বছর
পড়িয়া চলিছে হায়,
ফেলের উপর ফেলের বহর
পাশ নাহি আর পায়।
অবশেষে পাশ তবু গলে ফাঁস
প্রমোশন কবে হয়?
সিনিয়রিটি নাই তবু ঘুঁটি
চালাচালি করে কতিপয়।
শেষমেশ যবে পাকা চুল হবে
পদোন্নতি হবে তার;
রোগী দেখে পাকা পাঁচ শত টাকা
চাইলে কসাই ডাক্তার।
Come again...Get more...Like অণুকাব্য