শালীনতা

শালীনতা
::রবিউল করিম::

আজি হৃদয়ের ঘরে বাজে ঘুরেফিরে
শুনশান নীরবতা।
শোনে মনের গহীনে মেধা ও মননে
বেদনার কথকতা।

তার প্রাণের আবেগে হৃদয়ের বাগে
কুসুমকলিরা ফোটে।
তবু বিধাতার ভয়ে শালীনতা লয়ে
সুবোধেরা সব ছোটে।

আজি প্রাণের আবেগ মিছে ভাবাবেগ
রুধিতে যদিরে নারি।
মোর তনুমনে হবে ক্ষণে ক্ষণে
গুনাহর ফোয়ারা জারি।

যদি সৎ হতে তবে সতী পেতে;
জীবনের যত গ্লানি,
বেদনা, যাতনা কভু আসিতনা;
বাড়িতনা প্রাণহানি।।