কোটাঃ দিন বদল হবেই

কোটাঃ দিন বদল হবেই
::রবিউল করিম::

আমার সোনার বাংলাদেশে
অশুভ রাণীর করাল গ্রাসে
বিরোধী সকল প্রবল ত্রাসে
দিন গুনিছে বসে।

কোটার বিলোপ করতে এসে
ফকিরের পুত গাল খেল সে
সরকারী দল মারল শেষে
লাঠির আঘাত কষে।

দমন পীড়ন মুদ্রাদোষে
দুষ্ট রাণী; রুষ্ট দশে,
ভিমরি খেয়ে অবশেষে
আঙ্গুল চোষে বসে।

অপশাসন রুখতে হেসে
জান দিবি কে লড়তে এসে!
বীর সেনানী বজ্র বেশে
আঘাত হানো কষে।

দেখবি তবে যুদ্ধ শেষে
মরবে জালিম; পড়বে ধসে
জুলুম রাঙা ব্যবস্থা সে।
বদলাবে দিন শেষে...

অণুকাব্য র সাথে থাকুন, পেজটিতে লাইক দিন,
কবিতা ভালো লাগলে শেয়ার করুন,
নিজে পড়ুন অন্যকেও পড়তে দিন...