রোজ হাশর

রোজ হাশর
::রবিউল করিম::
কবিতাটি ফেসবুক পেজ অণুকাব্য থেকে নেওয়া

নতুন বারতা ভাঙ্গে নীরবতা
ইসরাফিলের বীণে।
কবর ফাটিয়া দাঁড়ায় উঠিয়া
মুর্দায় মিসকিনে।

যে ছিল যেমন উঠিল তেমন
নগ্ন উদোম গা।
কেহ কভু কারে দেখিতে না পারে
সজোরে চলিল পা।

হাঁকে ফেরেশতা, সিধা সে রাস্তা
হাশরের পানে ধায়;
প্রবলের ভয়ে প্রাণ হাতে লয়ে
সকলে ছুটিয়া যায়।

মাথার উপরে আধ হাত পরে
লেলিহান রবি জ্বলে;
মাটি পুড়ে তামা, তবু নয় থামা
মুর্দা সকলে চলে।

মগজ ফোটে রে টগবগ করে
শরীর জ্বলিয়া যায়,
ঘামের সাগরে হাবুডুবু করে
পাপী তাপী আজি হায়!


রহমান আজি ক্বহহার সাজি
বজ্র নিনাদ স্বরে,
'চোপরাও সবে, বিচার হবে'
দিলেন ঘোষণা করে।

তবু তারপর হাজার বছর
এমনি কাটিয়া যায়;
পুড়িয়া গরমে নাহিয়া ঘরমে
পরাণ ফাটিছে হায়!

আরজ করে সেজদায় পড়ে
খোদার আরশ পানে,
হয় হোক নার তবুও বিচার
করগো; বাঁচাও প্রাণে।