অনুরোধে ডিউটি গেলা
::রবিউল করিম::
বলিতে পারিনা 'না'
থাক শত যন্ত্রণা
ডিউটি করার আবদারে;
তাইতো এখন আমি আছি ১০ নাম্বারে!
শিশু রোগী সব
করে কলরব
সারারাত করে শুধুই কান্নাকাটি
এক করিব কী নয়নের দুই পাটি!
মর্নিং করে
ইভিনিং সেরে
আবারও নাইট ডিউটিটা রিকোয়েস্টে,
আজ সারাদিন থাকা হবে না কি রেস্টে?
চোখে নামে নিদ
মনে এলো জিদ
যাই হোক হবে রাত্রে,
ঘুমের সাগর পাড়ি দেব আজ সাঁতরে!
দরজা লাগিয়ে
বিছানা বাগিয়ে
ডাক্তারদের রুমে,
বিভোর হলাম সে যে কী গভীর ঘুমে!
ঘুম নচ্ছাড় !
বাজে পোনে চার!
সেহরির আর দশটা মিনিট বাকি!
হায় হায় আজ কী খেয়ে রোজাটা রাখি?
হাতমুখ ধুয়ে
কোনমতে গিয়ে
বসিলাম শেষে ডক্টরস ক্যান্টিনে,
রেজাউল দিল গরু আর ভাত এনে।
গোগ্রাসে গিলে
চমকিল পিলে
লেবুতে সে যে কী কটু স্বাদ?
তেলাপোকা যেন মারিয়াছে তাতে পাদ !
ওয়াক ওয়াক ! ওরে
কী খাওয়ালি মোরে ?
একমুঠি ভাত কোনমতে তাই গিলে,
সাইরেন শুনে শেল বিঁধেছিল দিলে।
অনুরোধে ঢেঁকি
গিলবোনা দেখি
আগামী ক'মাস আর;
নিজের ডিউটি নিজে করে হব পার !
::রবিউল করিম::
বলিতে পারিনা 'না'
থাক শত যন্ত্রণা
ডিউটি করার আবদারে;
তাইতো এখন আমি আছি ১০ নাম্বারে!
শিশু রোগী সব
করে কলরব
সারারাত করে শুধুই কান্নাকাটি
এক করিব কী নয়নের দুই পাটি!
মর্নিং করে
ইভিনিং সেরে
আবারও নাইট ডিউটিটা রিকোয়েস্টে,
আজ সারাদিন থাকা হবে না কি রেস্টে?
চোখে নামে নিদ
মনে এলো জিদ
যাই হোক হবে রাত্রে,
ঘুমের সাগর পাড়ি দেব আজ সাঁতরে!
দরজা লাগিয়ে
বিছানা বাগিয়ে
ডাক্তারদের রুমে,
বিভোর হলাম সে যে কী গভীর ঘুমে!
ঘুম নচ্ছাড় !
বাজে পোনে চার!
সেহরির আর দশটা মিনিট বাকি!
হায় হায় আজ কী খেয়ে রোজাটা রাখি?
হাতমুখ ধুয়ে
কোনমতে গিয়ে
বসিলাম শেষে ডক্টরস ক্যান্টিনে,
রেজাউল দিল গরু আর ভাত এনে।
গোগ্রাসে গিলে
চমকিল পিলে
লেবুতে সে যে কী কটু স্বাদ?
তেলাপোকা যেন মারিয়াছে তাতে পাদ !
ওয়াক ওয়াক ! ওরে
কী খাওয়ালি মোরে ?
একমুঠি ভাত কোনমতে তাই গিলে,
সাইরেন শুনে শেল বিঁধেছিল দিলে।
অনুরোধে ঢেঁকি
গিলবোনা দেখি
আগামী ক'মাস আর;
নিজের ডিউটি নিজে করে হব পার !