সেকেন্ডারী পিপিএইচঃ শিউলী
::রবিউল করিম::
সেদিন রাতে কোরান হাতে
বসিয়াছি সবে পড়িতে।
কেন ক্ষণে ক্ষণে পড়িতেছে মনে
রোগিণীর বিপি কততে?
ভাবিলাম তাই ক্ষণ পরে যাই,
ফলোআপ তারে দিতে হয়…
এক লোক এসে বলিল যা শেষে
বুঝিলাম রোগী ভালো নয়।
রক্তের বান কাড়ে যেন প্রাণ
শোকের আঁধার নামে,
সে গোবেচারা মুখে কথাহারা
অসহায় ধরা ধামে!
বিপি ছিল শেষে দশটা বিশে
একশত বাই পঞ্চাশে!
ত্বরা করে তাই ছুটে গেনু ভাই
অভাগী মায়ের পাশে।
একমাস গেছে সিজার হয়েছে
পনের দিনের দিন।
খুনের দরিয়া কেমন করিয়া
হল যেন বাঁধ হীন।
তাহারও পরে এটা সেটা করে
১০ দিন করে পার
সেই আসিলে হাসপাতালে
পারে নাই যবে আর!
পালস দুর্বল; বিপি করে ফল
রোগিণী গিয়েছে শকে।
পঞ্চাশ বাই ত্রিশ মেপে পাই
এত রাতে ডাকি কাকে?
ব্যাগ তিন চার রক্ত আবার
ডিমান্ড লিখিয়া দিয়ে।
ওষুধ পাতি তাড়াতাড়ি অতি
ম্যানেজ করিনু গিয়ে।
আরেক রোগীরে রিকোয়েস্ট করে
একটি ক্যানুলা নিয়ে,
পুর ফান্ড হতে হার্টসল হাতে
চালিয়ে দিলাম গায়ে।
দুই দুইখানি ট্র্যাক্সিল আনি
দিয়ে দিনু সব ভেনে।
মেথারস্পানের একখানি ফের
মাসলে দিলাম এনে।
এই সেই করে ধীরে ধীরে পরে
নরমাল হল বিপি।
এবারের তরে লহুর আকরে
লাগিয়াছে যেন ছিপি।
এমনি করিয়া রাত্রি গড়িয়া
ফুটিল ভোরের আলো।
শিউলি ফুলে প্রাণ যেন মেলে
ঘুচিল আঁধার কালো...
::রবিউল করিম::
সেদিন রাতে কোরান হাতে
বসিয়াছি সবে পড়িতে।
কেন ক্ষণে ক্ষণে পড়িতেছে মনে
রোগিণীর বিপি কততে?
ভাবিলাম তাই ক্ষণ পরে যাই,
ফলোআপ তারে দিতে হয়…
এক লোক এসে বলিল যা শেষে
বুঝিলাম রোগী ভালো নয়।
রক্তের বান কাড়ে যেন প্রাণ
শোকের আঁধার নামে,
সে গোবেচারা মুখে কথাহারা
অসহায় ধরা ধামে!
বিপি ছিল শেষে দশটা বিশে
একশত বাই পঞ্চাশে!
ত্বরা করে তাই ছুটে গেনু ভাই
অভাগী মায়ের পাশে।
একমাস গেছে সিজার হয়েছে
পনের দিনের দিন।
খুনের দরিয়া কেমন করিয়া
হল যেন বাঁধ হীন।
তাহারও পরে এটা সেটা করে
১০ দিন করে পার
সেই আসিলে হাসপাতালে
পারে নাই যবে আর!
পালস দুর্বল; বিপি করে ফল
রোগিণী গিয়েছে শকে।
পঞ্চাশ বাই ত্রিশ মেপে পাই
এত রাতে ডাকি কাকে?
ব্যাগ তিন চার রক্ত আবার
ডিমান্ড লিখিয়া দিয়ে।
ওষুধ পাতি তাড়াতাড়ি অতি
ম্যানেজ করিনু গিয়ে।
আরেক রোগীরে রিকোয়েস্ট করে
একটি ক্যানুলা নিয়ে,
পুর ফান্ড হতে হার্টসল হাতে
চালিয়ে দিলাম গায়ে।
দুই দুইখানি ট্র্যাক্সিল আনি
দিয়ে দিনু সব ভেনে।
মেথারস্পানের একখানি ফের
মাসলে দিলাম এনে।
এই সেই করে ধীরে ধীরে পরে
নরমাল হল বিপি।
এবারের তরে লহুর আকরে
লাগিয়াছে যেন ছিপি।
এমনি করিয়া রাত্রি গড়িয়া
ফুটিল ভোরের আলো।
শিউলি ফুলে প্রাণ যেন মেলে
ঘুচিল আঁধার কালো...