এডমিশন নাইটঃ তাহমিনা
::রবিউল করিম::
সে যে কী ভীষণ ছিল বিভীষণ
গতকালকের রাত!
নয়নদুটি পায়নিকো ছুটি
হতে পারিনিকো কাত।
এক এক করে সিরিয়াল ধরে
এলো সে কী সব রোগী !
প্রসব ব্যাথায় যেন মৃতপ্রায়
লহুর ভুক্ত ভোগী।
সিস্টোলে মোটে ত্রিশ কোনমতে
মাপিয়া দেখিনু তার।
হাত ধরে দ্রুত পালস পাই শত
পঞ্চাশ আরও পার !
ত্বরা করে তাই দিনু তারে ভাই
রিঞ্জার্স ল্যাকটেট।
অতঃপর গুনে দেখি ক্ষণে ক্ষণে
রেডিয়াল পালস রেট।
আজিকে সকাল যেন মহাকাল
থামিল তাহার জীবনে।
রক্তের লাগি মোরা কাঁহামাগি,
হাতছানি দেয় মরণে।
সিজারের ত্বরে নিয়ে ওটি ঘরে
সনোগ্রাম করে ফের,
জরায়ুর মাঝে সেদিনের সাঁঝে
মরণ হয়েছে বের।
অভাগীরে তাই ফেরত পাঠাই
বলে কয়ে পরিবারে।
কাটাছেঁড়া ফেলে নরম্যালি হলে
ভালো হবে শোন বা রেঃ।
ডেলিভারী শেষে ফুল নাহি আসে
মেজাজ হইল রুঢ় !
করে ম্যানুয়াল হল রিমুভাল
ফুল খানি এত বড় !
এমনিতে মড়া তার উপরে খাঁড়া
জন্ডিস আছে তার,
প্রসবের পরে লহুর আকরে
বান ডাকে বারেবার।
পরিজন যত কাঁদে অবিরত
নুন যেন লাগে ক্ষতে।
রক্তের বানে প্রাণহীন প্রাণে
টিকে আছে কোন মতে।
অবশেষে তারে ট্রান্সফার করে
মেডিসিনে করে পার।
নির্ঘুম বসে ভাবিলাম শেষে
কত আর ! কত আর !
বেচারির নাম তাহমিনা।
জানিনা বেঁচে আছে কী না
::রবিউল করিম::
সে যে কী ভীষণ ছিল বিভীষণ
গতকালকের রাত!
নয়নদুটি পায়নিকো ছুটি
হতে পারিনিকো কাত।
এক এক করে সিরিয়াল ধরে
এলো সে কী সব রোগী !
প্রসব ব্যাথায় যেন মৃতপ্রায়
লহুর ভুক্ত ভোগী।
সিস্টোলে মোটে ত্রিশ কোনমতে
মাপিয়া দেখিনু তার।
হাত ধরে দ্রুত পালস পাই শত
পঞ্চাশ আরও পার !
ত্বরা করে তাই দিনু তারে ভাই
রিঞ্জার্স ল্যাকটেট।
অতঃপর গুনে দেখি ক্ষণে ক্ষণে
রেডিয়াল পালস রেট।
আজিকে সকাল যেন মহাকাল
থামিল তাহার জীবনে।
রক্তের লাগি মোরা কাঁহামাগি,
হাতছানি দেয় মরণে।
সিজারের ত্বরে নিয়ে ওটি ঘরে
সনোগ্রাম করে ফের,
জরায়ুর মাঝে সেদিনের সাঁঝে
মরণ হয়েছে বের।
অভাগীরে তাই ফেরত পাঠাই
বলে কয়ে পরিবারে।
কাটাছেঁড়া ফেলে নরম্যালি হলে
ভালো হবে শোন বা রেঃ।
ডেলিভারী শেষে ফুল নাহি আসে
মেজাজ হইল রুঢ় !
করে ম্যানুয়াল হল রিমুভাল
ফুল খানি এত বড় !
এমনিতে মড়া তার উপরে খাঁড়া
জন্ডিস আছে তার,
প্রসবের পরে লহুর আকরে
বান ডাকে বারেবার।
পরিজন যত কাঁদে অবিরত
নুন যেন লাগে ক্ষতে।
রক্তের বানে প্রাণহীন প্রাণে
টিকে আছে কোন মতে।
অবশেষে তারে ট্রান্সফার করে
মেডিসিনে করে পার।
নির্ঘুম বসে ভাবিলাম শেষে
কত আর ! কত আর !
বেচারির নাম তাহমিনা।
জানিনা বেঁচে আছে কী না