কোটাণুকাব্য
::রবিউল করিম::
শতের ভিতর ছাপ্পান্নটা থাকল যদি কোটা
লেখাপড়া করে টেকে কোন সে মামুর বোটা...
কোটায় কোটায় দেশটা খেল দুধের মাছির দল
যখন তখন চাকরি পাবে খাটিয়ে কোটার বল।
আশির বেশি মার্ক উঠালেও কোটার করাল গ্রাসে
মুখের খাবার 'সোনার হরিণ' খাচ্ছে গোগ্রাসে।
সারাজীবন পড়েটড়ে বিসিএসে এসে,
কোটাবাজীর কালো হাতে চড়টি মারে কষে।
কোটার বিলোপ প্রাণের দাবি উঠায় জনে জনে;
কর্তা যারা তাদের কেউই তুলছে না তা কানে।
ওদের কানে বড়শী দিয়ে টানলে হবে কাজ
বড়শী হাতে পথে পথে নামরে সবে আজ...
::রবিউল করিম::
শতের ভিতর ছাপ্পান্নটা থাকল যদি কোটা
লেখাপড়া করে টেকে কোন সে মামুর বোটা...
কোটায় কোটায় দেশটা খেল দুধের মাছির দল
যখন তখন চাকরি পাবে খাটিয়ে কোটার বল।
আশির বেশি মার্ক উঠালেও কোটার করাল গ্রাসে
মুখের খাবার 'সোনার হরিণ' খাচ্ছে গোগ্রাসে।
সারাজীবন পড়েটড়ে বিসিএসে এসে,
কোটাবাজীর কালো হাতে চড়টি মারে কষে।
কোটার বিলোপ প্রাণের দাবি উঠায় জনে জনে;
কর্তা যারা তাদের কেউই তুলছে না তা কানে।
ওদের কানে বড়শী দিয়ে টানলে হবে কাজ
বড়শী হাতে পথে পথে নামরে সবে আজ...