কথানুকাব্য ১


'কথানুকাব্য'-১

::রবিউল করিম::


লুল লুলা লুল লুলরে লুল......
ফুটল জিভে কথার ফুল।
উনরা মোদের দেশের মূল,
বলতে কথা বকেন ভুল।
কথার কথা বলেই শূল,
রইল না আর জাতের কূল।
এবার সাধু বুঝবে ভুল,
কান টানিব আসবে চুল;
ভাংবে চুড়ি ছিড়বে দুল,
খাটবে না আর আইন রুল।

দেশের নেতাও মারেন গুল,
করব দুটি পদ্মা পুল।
ক্যান বলিলাম এমন বুল,
কই মিলিবে টাকার কুল।
ওয়ার্ল্ড ব্যাংকের খেয়ে হূল,
ভেস্তে গেল পদ্মা পুল।
কী লাভ হল মেরে গুল,
কথার কথাও কন্ঠশূল।
ভুল ভুল ভুল সবই ভুল,
লুল লুলা লুল লুলরে লুল।