ভানণুকাব্য
::রবিউল করিম::
বলেছ যে যা ই
বাঁধেনি কিছুই
নিজেরে বধির করে রই।
আমি দুর্বল তাই মুখ বুজে সই।
হেঁকেছ অনেক
বুঝেছ খানেক
শেখনি অনেক কিছুই।
আমি জেনেছি; তাই চুপ করে রই।
লিখেছ সরস
জাদুর পরশ
তিলকে তালটা দশাসই।
আমি পাঠক, তাই চোখ বুজে রই।
বুঝিয়েছ ঢের
ঘুরেফিরে ফের
বলনিকো সাঁচা মিছে বৈ।
আমি অবুঝ সাজার ভান করে রই।