চাঁদণুকাব্য

চাঁদণুকাব্য
::রবিউল করিম::


মাতাল যুগের মাতলামি
ঈমান নিয়াও ফাইযলামি।
চান্দে নাকি দেখতি হবি
সাঈদি মিয়ার ছবি।

বাঁশ বাগানের মাথার উপর
চাঁদ উঠেছে ওই।
মাগো আমার মেশিনওয়ালা
দেলু মিয়া কই।