টাকানুকাব্য ১


টাকানুকাব্য-১
::রবিউল করিম::

তাক ধিনাধিন ধিনাক তা,
এই তোরা সব শুনেই যা।
শুনবি যদি নাচাস পা,
কান দুখানি করবি হাঁ।
চলছে কথা শহর গাঁ,
রক্ষা বুঝি এবার না।
ব্যাংক লকারে মেরে ঘা,
দুহাত খুলে বানিয়ে বা'।
টাকা মেরে চালিয়ে পা,
'হলমার্ক' হয় পাত্তা লা।

কাগজপাতি লাগবে যা,
ঠিক রেখেছে কর্তা রা।
রূপসী ব্রাঞ্চ মে দুদক আ',
দেখল গুজব মিথ্যা না।
মারছে 'তানু' পারছে যা,
হিসাব দিলেন কর্তা টা।
প্রতিমন্ত্রী এলেন সাঁ,
মাঠে নেমেই দুদক হাঁ।
আবুল মালের টাকে তা',
হাজার কোটি টাকাই না!