মশাণুকাব্য


মশাণুকাব্য

::রবিউল করিম::

ইয়া আইয়্যুহাল মশাউন
লা- তাগুনগুণ
আনা গরীবুন
মা- লিয়া মশারী আও কয়েলুন।

(কয়েল কেনার পর)

হে দুষ্টু মশা
তুই কি কানে ঠসা?
কয়েল পরে ঠিক না বসা,
পড়বে পাছায় ফোসা।

দাঁত কেলিয়ে মশা মামায়
বললে হেঁসে আমায়।
'মশাস্থ্য নিয়ে মাথা ঘামায়
আবার কয়েল জ্বালায়' !!!

'মানব তোকে ধিক শত ধিক
বুঝিনা ঠিক বেঠিক।
নাগালে তোর কানটা এদিক
হিসাব করি সঠিক।'

'গান শুনিবি আজকে রাতে;
ঘুম ভাঙবে প্রাতে।
চুমো দেব কানের ছাতে,
ব্যাথা না পাস যাতে।'

কিন্তু মামা ব্যাথা পেলে
খবর তোমার আছে।
পেটটি তোমার দেব গেলে
নাগাল পেলে পাছে।